(কুমিল্লা তিতাস), ০৯ মার্চ, ২০১৭ইং-কুমিল্লার তিতাসে জিয়ারকান্দি ইউপির উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন সিইসি। বুধবার বিকালে তফসিল ঘোষণা করা হয়েছে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। মনোনয় জমা দেয়ার শেষ তারিখ ২০মার্চ, বাছাই ২১ মার্চ ও মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৮মার্চ এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল।
তফসিল ঘোষণার খবর পেয়ে আওয়ামী লীগের একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন পেতে স্থানীয় উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ থেকে শুরু করে কেন্দ্রীয় সিনিয়র নেতাদের কাছে দৌড়ঝাপ শুরু করেছেন। অপরদিকে বিএনপির একক প্রার্থী হওয়ায় ওই ইউপির ভোটারদের মাঝে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হাজী আলী আশরাফ মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল খান সরকার ও তরুণ আওয়ামীলীগ নেতা গোলাম সারোয়ার আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেতে জোর লবিং শুরু করেছে।
অপরদিকে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সহসভাপতি ও ওই ইউনিয়নের দুবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান মো. এমদাদ হোসেন আখন্দ দলীয় মনোনয়ন প্রায় নিশ্চিত করেছেন বলে উপজেলা বিএনপির একাধিক সূত্রে জানা যায়।
এদিকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা জানান, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ হাজী আলী আশরাফ মেম্বারকে দলীয় মনোনয়ন দেয়া হলে চেয়ারম্যান পদটি পুনরুদ্ধার করা সম্ভব হবে। কারন তার রয়েছে দলীয় সমর্থক ও ইউনিয়নে প্রতিটি গ্রামে সর্বস্তরের জনসাধারনের সাথে সু-সম্পর্ক।
অপরদিকে বিএনপি প্রার্থী দুবারের নির্বাচিত চেয়ারম্যান এমদাদ হোসেন আখন্দের রয়েছে নিজস্ ভোট ব্যাংক ও ক্লিন ইমেজ। বিএনপির নেতাকর্মীরা জানান, যদি সুষ্ঠ নির্বাচন হয় তাহলে এমেদাদ চেয়ারম্যানের বিজয় নিশ্চিত।
উল্লেখ্য, গত বছরের ২৮ মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মনির হোসাইন সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮নং জিয়ারকান্দি ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন।facebook page
No comments:
Post a Comment