Editors Picks

Thursday, March 2, 2017

কুমিল্লা নামে বিভাগের দাবিতে তিতাসে মানববন্ধন।


কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে তিতাসের অরাজনৈতিক সংগঠন স্কুল ফ্রেন্ডস এসোসিয়েশন (এসফা)। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সংলগ্ন গৌরীপুর-হোমনা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আব্দুর রহমান শাকিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির প্রতিষ্ঠাতা নাজিরুল ইসলাম মামুন, সাধারন সম্পাদক মাসুদ রহমান, আবু মুসা, ইয়াসিন খান সুমন, রাসেল ভ্ইূয়া, ইকরাম, সবুজ হাসান, মো. শাকিল, মো. কালাম, হাবিবা, স্মৃতি, সালমা ও মাকসুদা প্রমুখ।

এসময় বক্তারা ‘ময়নামতি’ নাম প্রত্যাহার করে জেলা শহর কুমিল্লার নামে বিভাগ করার জোরালো দাবি জানান। তারা বলেন, জেলার নামে না হয়ে সাধারন একটি ইউনিয়নের নামে বিভাগ মেনে নেওয়া যায় না। একই সঙ্গে ঐতিহ্যবাহী কুমিল্লার ঐতিহ্যকে ধরে রাখতে কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন বক্তারা।http://facebook.com

No comments:

Post a Comment

Comments System

Disqus Shortname