প্রিয় বিদ্যাপীঠটিকে বাঁচাতে এগিয়ে আসুন......।
সৃষ্টি আর ধ্বংসে এগিয়ে চলছে পৃথিবী। কেউ সৃষ্টিতে আবার কেউ ধ্বংসের খেলায় মত্ত। তেমনি এক অবিনাশী খেলার শিকার আমার আপনার সবার প্রিয় বিদ্যাপীঠ,
মাছিমপুর আর আর ইন্সটিটিউশন। শিক্ষার প্রতি প্রচন্ড অনুরাগী স্বর্গীয় শ্রী রাজ বিহারী পোদ্দার কর্তৃক পরম মমতায় প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠটি আজ চরম সংকটাপন্ন। এক শ্রেণির লুটেরা, স্বার্থান্বেষী মহলের চক্রান্তে স্কুলটি তার ঐতিহ্যগত খ্যাতি হারিয়ে ফেলতে বসেছে। ফলশ্রুতিতে, চরম ফল-বিপর্যয়সহ নানা অনিয়মে জর্জরিত ৮৭ বছরের পুরোনো এই স্বণামধন্য প্রতিষ্ঠানটি। এমন দুরবস্থার কারণ হিসেবে কেউ কেউ বলছেন শক্তিশালী পরিচালনা পর্ষদ না থাকা , যোগ্য শিক্ষকের অভাব ও অভিভাবকদের অসচেতনতাই এর মূল কারণ। আমার কাছেও কারণগুলো যৌক্তিক মনে হয়েছে। একটু অনুধাবন করুন আপনার কাছেও তাই মনে হবে। অত্যন্ত পরিতাপের বিষয় যে, ১৯৩০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও আজ পর্যন্ত
ইংরেজি-গণিত-বাংলাতে অনার্স-মাস্টার্স ডিগ্রীধারী কোনো শিক্ষক নেই। সস্তায় শিক্ষক কেনার এক প্রতিযোগিতা চলছে অবিরাম।এমন শিক্ষকশূণ্য বিদ্যালয়টি কীভাবে প্রত্যাশিত ফলাফল এনে দিবে? চূড়ান্ত সময় উপস্থিত, আপনার অনাগত সন্তানের ভবিষ্যতের কথা ভেবে, এই প্রিয় বিদ্যাপীঠটির দুর্দিনে তার পক্ষে সরব ভূমিকা পালন না করলে সম্মুখে ঘোর অমানিশা অবশ্যম্ভাবী। এ ভুলের প্রায়শ্চিত্ত বইতে হবে দীর্ঘদিন। তাই যোগ্য অভিভাবকরা নির্বাচনের মাধ্যমে স্কুল পরিচালনায় এগিয়ে আসুন, স্কুলের সকল অনিয়ম বন্ধে সহায়ক হোন। দক্ষ বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের মাধ্যমে লেখাপড়ার মানোন্নয়ন করুন। সবার শ্লোগান হোক- অযোগ্য সব দূরে থাকুক, যোগ্য ও শিক্ষিত লোক স্কুল পরিচালনা করুক।
বিঃদ্র- কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার এই পোস্ট নয়, শিকড়ের টানে একান্ত ব্যক্তিগত অভিমত। facebook page
No comments:
Post a Comment