ভাবছিলাম মাছিমপুর স্কুল নিয়ে কিছু লিখবোনা তারপর ও কিছু লিখলাম ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অনেকের সাথে কথোপকথনের মাধ্যমে জানতে পারলাম মাছিমপুর স্কুলে ম্যানেজিং কমিটি নির্বাচন, সভাপতি ও বিদ্যুৎসায়ী নিয়ে মাছিমপুর বাজারে উত্তেজনা বিরাজ করছে?স্কুল নির্বাচন কোন দলীয় নির্বাচনের প্রটোকলে পরে না ।এখানে অামার অাপনার ছেলেমেয়েদের ভবিষ্যৎ নির্ভর করছে ।কে কমিটিতে অাসবে কে সভাপতি হবে এটা নিয়ে অামার মাথাব্যাথা নাই ।
মাছিমপুর জনসাধারনের কাছে অামার প্রশ্ন একটাই???
মাদকের বিরুদ্ধে যেহেতু অাপনারা সমগ্র মাছিমপুর ঐক্যবদ্ধভাবে মিলিত হয়ে অালোচনা করেছেন,এক টেবিলে বসেছেন তাহলে কেন অাপনারা স্কুল নির্বাচন নিয়ে ঐক্যবদ্ধ হতে পারলেন না?
নীজেদের মধ্যে কোন্দলের কারনে গত দুইটা সভপাতি ছিল সাবেক উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার ও সাবেক ভাইস চেয়ারম্যান মুন্সি মজিবুর রহমান তারপর কে??????
ফলে অামরা কিছুই পাই নাই।মাছিমপুরের ফলাফল শেষপর্যন্ত ০০০০০০০ ।
যেখানে রাজনীতি দরকার সেখানে রাজনীতি করুন ।এটা যার যার ব্যাক্তিগত ব্যাপার কিন্তু এলাকার উন্নয়ন,মাদক,স্কুল,সমাজ কল্যাণ,এলাকার মানুষের স্বার্থের সাথে জড়িত এমন কিছু নিয়ে কোন রাজনীতি করবেন না ।
বিঃদ্রঃ অামি কাউকে উদ্দেশ্য করে কিছু বলি নাই মাছিমপুর স্কুল ও গ্রামের মঙ্গলের জন্য বলেছি ।ধন্যবাদ সবাইকে ।facebook page
No comments:
Post a Comment