Editors Picks

Friday, July 14, 2017

শনিবার লন্ডন যাচ্ছেন দেশনেত্রী বেগম জিয়া: মির্জা আলমগীর

চিকিৎসার জন্য শনিবার, ১৫ জুলাই সন্ধ্যায় লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার রাত ১০টায় চেয়ারপার্সনের গুলশানের বাসভবন ফিরোজার সামনে সাংবাদিকদের এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


মির্জা ফখরুল বলেন, লন্ডনে চোখের এবং পায়ের চিকিৎসা করাবেন বেগম জিয়া।

কবে নাগাদ দেশে ফিরবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে ফেরার বিষয়টি চেয়ারপার্সনের চিকিৎসার উপর নির্ভর করবে।

এর আগে, রাত সাড়ে ৯টায় দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী।facebook page

No comments:

Post a Comment

Comments System

Disqus Shortname