Editors Picks

Monday, April 30, 2018

তিতাসে ঝড় তুফানে লন্ড-ভন্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি: বিদ্যুৎ বিছিন্ন

মোঃ জুয়েল রানা, তিতাস কুমিল্লাঃ
কুমিল্লা তিতাস উপজেলায় হঠাৎ কাল বৈশাখী বৃষ্টিতে প্রচন্ড বাতাসে উপজেলার ৯টি ইউনিয়নের সাধারন মানুষের ঘরবাড়ি লন্ড বন্ড হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কয়েক লক্ষ টাকার পরিমান উপরে ক্ষতিগ্রস্থ হয়েছে সাধারণ ব্যক্তিরা জানান।
এদিকে তিতাস উপজেলার মাছিমপুর বাজারের ব্রিজ সংলগ্নে বিদ্যুৎ এর খুটি ভেংগে পড়ে ঝুকি মধ্যে রয়েছে এলাকাবাসী। বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। ব্যাপক ক্ষতিগ্রস্থদের মধ্যে উপজেলার মাছিমপুর, কলাকান্দি, 



কতমতলী, কড়িকান্দি, পাঙ্গাশিয়া, বলরামপুর, ভিটিকান্দি, আসমানিয়া, ঐচারচর সহ উপজেলার বিভিন্ন স্থান। অপর দিকে গাছ পালা ও বিদ্যুৎর খুটি ভেংগে পরে মাছিমপুর-বাতাকান্দি-রায়পুর যানচলাচল বন্ধ।
ছবি: মাছিমপুর বাজার এবং গ্রামের একাংশ।

No comments:

Post a Comment

Comments System

Disqus Shortname