Editors Picks

Tuesday, July 25, 2017

ছাত্রদলের শীর্ষ দুই পদে আসতে পারে যারা বিস্তারিত....!

বাংলা‌দেশ জাতীয়তাবাদী দল  বিএনপির রাজপথের আন্দোলন সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে পরিচিত ছাত্রদল। দ‌ক্ষিন এ‌শিয়ার সববৃহৎ ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। মেয়াদোত্তীর্ণ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি খুব শিগগিরই ঘোষণা হ‌তে পা‌রে।আর এ কারণে পদ প্রত্যাশী নেতাকর্মীরাও দৌড়ঝাপ শুরু করেছেন। নেতাদের বাড়িতে ধরনা দিচ্ছেন, নিজেদের আমলনামার ফিরিস্তি তুলে তদবির করছেন। আবার সুবিধাবাদী ছাত্র নেতারাও সিন্ডিকেটের উপর ভর করে দাপিয়ে বেড়াচ্ছেন।

বিএনপির আন্দোলনে সর্বাধিক গুরুত্বপূর্ণ এই সংগঠনটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে ইতোমধ্যে নতুন কমিটি গঠনের দাবিতে একাট্টা হয়েছেন সকল পর্যায়ের নেতাকর্মীরা।

তৃণমূল নেতাকর্মী‌দের অাশা ত্যাগী,যোগ্য,অা‌ন্দোলন সংগ্রা‌ম ও রাজপ‌থে স‌ত্রিুয় এমন এক‌টি ক‌মি‌টি উপহার দি‌বেন দেশ‌নেত্রী বেগম খা‌লেদা জিয়া ও তা‌রেক রহমান ।

দেশ‌নেত্রী বেগম খা‌লেদা জিয়া বর্তমা‌নে লন্ড‌নে অা‌ছেন পুত্র তা‌রেক রহমা‌নের বাসায় ।‌চি‌কিৎসার জন্য তি‌নি লন্ডনে গে‌ছেন ।লন্ডন থে‌কে ফি‌রেই দেশ‌নেত্রী বেগম খা‌লেদা জিয়া ঘোষনা দি‌তে পা‌রেন ছাত্রদ‌লের নতুন ক‌মি‌টি ।

নতুন ক‌মি‌টি‌তে সভাপ‌তি প‌দে বেশ অা‌লোচনায় অা‌ছে অালমগীর হাসান সোহান ।‌তি‌নি বর্তমান ছাত্রদল কেন্দ্রীয় ক‌মি‌টির সহ সভাপ‌তি ।অসংখ্য মামলা নি‌য়ে তি‌নি রাজপ‌থে দ‌লের জন্য দা‌য়িত্ব পালন ক‌রে যা‌চ্ছে।সাংগঠ‌নিক সম্পাদক ইসহাক সরকার ও বেশ অা‌লোচনায় অা‌ছে।‌সি‌নিয়র এই  ছাত্রনেতা ছাত্রদ‌লের শীর্ষ প‌দে যে‌তে অ‌নেক মামলা,হামলা ও জীব‌নের ঝু‌কি নি‌য়ে রাজপ‌থে স‌ত্রিুয়ভা‌বে দা‌য়িত্ব পালন করে যা‌চ্ছে।

অার সাধারন সম্পাদক প‌দে বেশ অা‌লোচনায় অা‌ছে জগন্নাথ বিশ্ব‌বিদ্যালয় ছাত্রদ‌লের সা‌বেক সফল সাধারন ও বর্তমান ক‌মি‌টির যুগ্ম সম্পাদক 

ওমর ফারুক মুন্না ।কর্মীবান্ধব মেধাবী এই  ছাত্র‌নেতা অসংখ্য মামলা হামলা ও জীব‌নের ঝু‌কি‌ নি‌য়ে সরকার বি‌রোধী অা‌ন্দোল‌নে রাজপ‌থে স‌ত্রিুয় ।তার স্লোগা‌নে ক‌ম্পিত ঢাকার রাজপথ ।যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু ও স‌াধারন সম্পাদক প‌দে অা‌লোচনায় অা‌ছে ।facebook page

No comments:

Post a Comment

Comments System

Disqus Shortname