Editors Picks

Sunday, March 5, 2017

রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী অানোয়ার হোসেনের দাপন সম্পন্ন

রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর

হাজার হাজার মানুষের উপস্থিতিতে নবীনগর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো  ব্রাহ্মণবাড়ীয় নবীনগরের চারবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেন এর প্রথম জানাযার নামাজ।

এ সময় রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধাকে স্থানীয়  প্রশাসনের পক্ষ হতে জানাযার নামাজের পুর্বে জেলা নিবার্হী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশের একটি সু-সজ্জিত দল গার্ড অব অনার প্রদর্শন করেন।
facebook page
বেলা ১০.৩০ মিনিটের দিকেই নবীনগর হাই স্কুল মাঠে এসে পৌছায় নবীনগরের চারবারের সাবেক সংসদ সদস্য, নবীনগরের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেন এর মরদেহ। তখন থেকেই হাই স্কুল মাঠে সর্বস্তরের মানুষ আস্তে আস্তে জড় হতে থাকে তাদের প্রিয় নেতাকে শেষবারের মতো একবার দেখা ও শ্রদ্ধা জানানোর জন্য। জানাযার নামাজের নির্ধারিত সময়ে আগেই হাজারো মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ন হয়ে যায় নবীনগর হাই স্কুল মাঠ। লাখো জনতার ভালবাসায় সিক্ত হয়ে, রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত হওয়ার পর নবীনগরের চারবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মো. আনোয়ার হোসেনের দ্বিতীয় জানাযা বাদ জোহর নবীনগর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মরহুমের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন। সবশেষে মরহুমের একমাত্র পুত্র মোঃ নাজমুল হোসেন তাপস বাবার জন্য দোয়া চেয়ে, বাবার অবশিষ্ট কাজগুলো করার জন্যে বাবার মত সবার স্নেহ চেয়ে বি এন পি কে সুসংগঠিত রাখার জন্যে আহব্বান জানান। নবীনগর এস আর মসজিদের খতিব মাওলানা বেলায়েতুল্লাহ জানাযার নামাজ পড়ান।

পরে বাদ আছর মরহুমের নিজ গ্রাম যোশাতুয়া তার নিজ প্রতিষ্ঠিত মাদ্রাসা মাঠে সর্বশেষ জানাযা শেষে তাকে সমাহিত করা হয়।

No comments:

Post a Comment

Comments System

Disqus Shortname