Editors Picks

Tuesday, March 21, 2017

ধা‌নের শী‌ষকে বিজ‌য়ী করার ল‌ক্ষ্যে কু‌সিক নির্বাচনী প্রচারনায় ব্যস্ত জয়নাল অাবেদীন ফারুক ও ওমর ফারুক মুন্না।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি জোট মনোনীত কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠাকালীন প্রথম নির্বাচিত মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মনিরুল হক সাক্কু ওনার নির্বাচনী প্রচারনায়

সাবেক বিরোধীদলীয় চিইফহুইপ ও বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব, জয়নাল আবেদীন ফারুক  এবং

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অহংকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদ‌লের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব, ওমর ফারুক মুন্না সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।



                  যিনি আমাদের কাছে পাটিয়েছেন।
                              সজীব সরকার
                         যুগ্ম সাধারণ সম্পাদক
                     তিতাস উপজেলা ছাত্রদল
                           কুমিল্লা উঃ জেলা।

No comments:

Post a Comment

Comments System

Disqus Shortname