Editors Picks

Sunday, March 5, 2017

বদ্ধ ঘরে গলাবাজি করে গণতন্ত্র ফিরে পাবো না : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সেই ছোট বেলা থেকেই রাজপথে ছিলাম। অথচ এখন বদ্ধ ঘরে কথা বলতে হয়, লজ্জা লাগে। ক্যামেরার সামনে কথা বললে গণতন্ত্র মুক্তি পাবে না। সুতরাং নুর হোসেনের মতো রাস্তায় নামতে হবে, এর বিকল্প নাই।
রোববার দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটিতে "মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বীর উত্তম শহীদ জিয়া শিক্ষা ও গবেষণা পরিষদ এই সভা আয়োজন করে।
গয়েশ্বর বলেন, সকলের সম্মলিত ধাক্কায় স্বৈরতন্ত্র কোনদিন টিকে থাততে পারে না। তাই আমাদের পথেই নামতে হবে। পথে নেমে পথের শক্তিকে প্রতিহত করতে হবে। রাজপথে থেকেই অগণতান্ত্রিক শক্তির মূলোৎপাটন করতে হবে।
তিনি বলেন, কয়েকদিন আগে আওয়ামী লীগ নেতারা খালেদা জিয়াকে জেল দিয়েছেন। এখন আবার বিএনপির নিবন্ধন বাতিল হয়ে যাবে আওয়াজ তুলছেন। যে লাইসেন্সে কাজ করা যাবে না সে লাইসেন্স রেখে কি লাভ? পেলে দিলে কি হবে, কিছুই হবে না।
তিনি আওয়ামী লীগের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, জামায়াতের তো নিবন্ধন নাই তারপরও তাদেরকে কেন ভয় পান?
বিএনপির এই নীতি নির্ধারক বলেন, আমরা যদি ব্যক্তিস্বার্থে সরকারের সঙ্গে আপোষ করি তাহলে আগামী প্রজন্মের কাছে দায়ী থাকবো। যারা স্বাধীনতার জন্য লড়েছেন তারা এর সুফল পাচ্ছেন না। তাই প্রয়োজনে কেয়ামত পর্যন্ত অপেক্ষা করবো, তবুও শেখ হাসানির অধীনে নির্বাচনে যাবো না।
তিনি বলেন, যাদের ফাঁসি হওয়ার কথা তারা রাষ্ট্র চালায়। সুতরাং কিসের জেল, গোটা দেশই তো জেলখানা। কোন আপোষ নয়, চাই সংগ্রাম। সংগ্রামের কোনো বিকল্প নাই। আওয়ামী লীগের রাজনীতি জনগণের কাছে বাতিল হয়ে গেছে। তাই বিএনপির নিবন্ধন বাতিলের সুর তুলে নানা কথা বলছেন।
গয়েশ্বর আরও বলেন, জনগণের রায় মেনে না নেয়ায় পাকিস্তানিদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ হয়েছে। গণতন্ত্রের জন্যই এতো সংগ্রাম। অথচ দেশ স্বাধীনের এতোদিন পরও পরাধীন হয়ে বসবাস করতে হচ্ছে। লাখো শহীদের রক্ত ঝরা বাংলাদেশে আজও লড়াই করতে হচ্ছে।
সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, খালেদা ইয়াসমিন, শাহবাগ থানা কৃষকদলের সভাপতি এম জাহাঙ্গির আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।facebook page

No comments:

Post a Comment

Comments System

Disqus Shortname