দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি জোট মনোনীত কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠাকালীন প্রথম নির্বাচিত মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মনিরুল হক সাক্কু ওনার নির্বাচনী প্রচারনায়
সাবেক বিরোধীদলীয় চিইফহুইপ ও বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব, জয়নাল আবেদীন ফারুক এবং
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অহংকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব, ওমর ফারুক মুন্না সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।
যিনি আমাদের কাছে পাটিয়েছেন।
সজীব সরকার
যুগ্ম সাধারণ সম্পাদক
তিতাস উপজেলা ছাত্রদল
কুমিল্লা উঃ জেলা।
Editors Picks
Tuesday, March 21, 2017
Thursday, March 16, 2017
কুমিল্লায় কোরআন শরীফে পায়খানা বিছিয়ে দেয়ার ঘটনায় প্রতিবাদের ঝড় গোটা শহর জুড়ে
কুমিল্লা তিতাস ডেস্কঃকুমিল্লার দাউদকান্দির ভাগলপুর গ্রামের ফকির আব্দুল হাকিম ফরিদুন্নেছা মাইজভান্ডারি ফোরকানিয়া মাদ্রাসার মক্তবে গত রাত্রে ১৬ টি কোরান শরীফের ওপর মলত্যাগের ঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে ।
সকালে এলাকাবাসীরা ওই মক্তবে গিয়ে এই ঘটনা দেখতে পান।যে কোন সময় উত্তেজনা সৃষ্টির আশঙ্কায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে ।
এই ঘটনাকে ধামাচপা দেয়ার জন্য উঠে পড়ে লেগেছে স্থানীয় পুলিশ প্রশাসন।তারা কাউকে সেই জায়গায় যেতে দিচ্ছে না।
এলাকায় ক্ষোভের দানা বাধলেও মিডিয়ায় কেন ঘটনাটা এলো না এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুসলিমরা।এমনকি এ নিয়ে সারাদেশে কেন আলোড়ন সৃষ্টি হল না বা মুসল্লিদের কি আদৌ অধিকার নেই প্রতিবাদের নাকি ৯৫% মুসলিমদের দেশে মুসলিমদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় মুসল্লিরা।
মক্তবের ছাত্ররা সকালে ঈমাম সাহেবকে জানান, কোরান শরীফে বিড়ালে পায়খানা করেছে।আমি এসে দেখি ১৬ টি কোরান শরীফের প্রতিটি পাতায় মল লেপে রেখেছে।
এতে ওই এলাকায় নিন্দার ঝড় উঠেছে।
Tuesday, March 14, 2017
কাতারে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার তিন প্রবাসী নিহত

সোমবার বিকেলে নিহতদের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।
নিহত সৈকতের আত্মীয় ইউসুফ মিয়াজী ও ফারুক মিয়ার চাচাতো ভাই জাকারিয়া সোমবার বিকেলে জানান, শুক্রবার রাত থেকে নিহত তিনজনের মোবাইল ফোন বন্ধ ছিল। এরপর দেশটির বিভিন্ন এলাকায় অবস্থানরত চৌদ্দগ্রামের প্রবাসীদের মাধ্যমে তাদেরকে খোঁজাখুজি করা হয়। কিন্তু এরপরও তাদের সন্ধান না পাওয়ায় কাতারের নিউ সানাইয়া এলাকার হাসপাতালে খোঁজ নিয়ে তাদের লাশ পাওয়া যায়।
কাতারে অবস্থানরত বাংলাদেশিদের মাধ্যমে জানা গেছে, একটি প্রাইভেটকারযোগে শুক্রবার রাতে তিন বাংলাদেশি ও এক মিশরীয় প্রাইভেটকার যোগে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে দেশটির নিউ সানাইয়া এলাকায় দুর্ঘটনায় প্রাইভেটারকারটি দুমড়ে মুচড়ে যায়।
ঘটনাস্থলে তিনজন নিহত হন। অন্যজন আহত অবস্থায় হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। রবিবার রাতে তিনিও মারা যান। তবে নিহত মিশরী প্রবাসীর পরিচয় জানা যায়নি।facebook page
Monday, March 13, 2017
তৃণমূল কর্মীদের অাশা ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন হলে ওমর ফরুক মুন্নাই হবে সাধারন সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) ভ্যানগার্ড হিসেবে পরিচিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কমিটি খুব শীঘ্রই ঘোষনা হতে পারে ।পদপদবীর জন্য সবাই লবিং করছে কেন্দ্রীয় নেতাদের সাথে।
এদিকে তৃনমূল ছাত্রনেতাদের দাবি অবিবাহিত,প্রকৃত ছাত্র ও রাজপথে অনেক মামলা নিয়ে যারা সত্রিুয় ছিল তাদেরকে যেন কমিটিতে স্থান দেওয়া হয় ।তাহলে ছাত্রদলের অাগের ঐতিহ্য ফিরিয়ে অানা যাবে ।যদি পকেট কমিটি না হয় ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করা হয় তাহলে.....
তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও অাগামী রাষ্ট্রনায়ক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারুন্যের অহংকার তারেক রহমানের অাস্থাভাজন ও অার্শিবাদপুষ্ট কুমিল্লা উত্তর জেলার কৃতি সন্তান,ঢাকার রাজপথ কাপানো মেধাবী ছাত্রনেতা,সমগ্র বাংলাদেশ ছাত্র সমাজের অহংকার,তৃনমূল ছাত্রনেতাদের অাইডল,কর্মীবান্ধব ছাত্রনেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সফল সাধারন সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারন সম্পাদক ওমর ফারুক মুন্নাই হবে নতুন কমিটির সাধারন সম্পাদক ।facebook page
Thursday, March 9, 2017
তিতাসের জিয়ারকান্দি ইউপির উপ নির্বাচনের তফসিল ঘোষণাঃ
(কুমিল্লা তিতাস), ০৯ মার্চ, ২০১৭ইং-কুমিল্লার তিতাসে জিয়ারকান্দি ইউপির উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন সিইসি। বুধবার বিকালে তফসিল ঘোষণা করা হয়েছে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। মনোনয় জমা দেয়ার শেষ তারিখ ২০মার্চ, বাছাই ২১ মার্চ ও মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৮মার্চ এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল।
তফসিল ঘোষণার খবর পেয়ে আওয়ামী লীগের একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন পেতে স্থানীয় উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ থেকে শুরু করে কেন্দ্রীয় সিনিয়র নেতাদের কাছে দৌড়ঝাপ শুরু করেছেন। অপরদিকে বিএনপির একক প্রার্থী হওয়ায় ওই ইউপির ভোটারদের মাঝে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হাজী আলী আশরাফ মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল খান সরকার ও তরুণ আওয়ামীলীগ নেতা গোলাম সারোয়ার আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেতে জোর লবিং শুরু করেছে।
অপরদিকে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সহসভাপতি ও ওই ইউনিয়নের দুবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান মো. এমদাদ হোসেন আখন্দ দলীয় মনোনয়ন প্রায় নিশ্চিত করেছেন বলে উপজেলা বিএনপির একাধিক সূত্রে জানা যায়।
এদিকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা জানান, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ হাজী আলী আশরাফ মেম্বারকে দলীয় মনোনয়ন দেয়া হলে চেয়ারম্যান পদটি পুনরুদ্ধার করা সম্ভব হবে। কারন তার রয়েছে দলীয় সমর্থক ও ইউনিয়নে প্রতিটি গ্রামে সর্বস্তরের জনসাধারনের সাথে সু-সম্পর্ক।
অপরদিকে বিএনপি প্রার্থী দুবারের নির্বাচিত চেয়ারম্যান এমদাদ হোসেন আখন্দের রয়েছে নিজস্ ভোট ব্যাংক ও ক্লিন ইমেজ। বিএনপির নেতাকর্মীরা জানান, যদি সুষ্ঠ নির্বাচন হয় তাহলে এমেদাদ চেয়ারম্যানের বিজয় নিশ্চিত।
উল্লেখ্য, গত বছরের ২৮ মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মনির হোসাইন সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮নং জিয়ারকান্দি ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন।facebook page
তফসিল ঘোষণার খবর পেয়ে আওয়ামী লীগের একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন পেতে স্থানীয় উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ থেকে শুরু করে কেন্দ্রীয় সিনিয়র নেতাদের কাছে দৌড়ঝাপ শুরু করেছেন। অপরদিকে বিএনপির একক প্রার্থী হওয়ায় ওই ইউপির ভোটারদের মাঝে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হাজী আলী আশরাফ মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল খান সরকার ও তরুণ আওয়ামীলীগ নেতা গোলাম সারোয়ার আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেতে জোর লবিং শুরু করেছে।
অপরদিকে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সহসভাপতি ও ওই ইউনিয়নের দুবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান মো. এমদাদ হোসেন আখন্দ দলীয় মনোনয়ন প্রায় নিশ্চিত করেছেন বলে উপজেলা বিএনপির একাধিক সূত্রে জানা যায়।
এদিকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা জানান, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ হাজী আলী আশরাফ মেম্বারকে দলীয় মনোনয়ন দেয়া হলে চেয়ারম্যান পদটি পুনরুদ্ধার করা সম্ভব হবে। কারন তার রয়েছে দলীয় সমর্থক ও ইউনিয়নে প্রতিটি গ্রামে সর্বস্তরের জনসাধারনের সাথে সু-সম্পর্ক।
অপরদিকে বিএনপি প্রার্থী দুবারের নির্বাচিত চেয়ারম্যান এমদাদ হোসেন আখন্দের রয়েছে নিজস্ ভোট ব্যাংক ও ক্লিন ইমেজ। বিএনপির নেতাকর্মীরা জানান, যদি সুষ্ঠ নির্বাচন হয় তাহলে এমেদাদ চেয়ারম্যানের বিজয় নিশ্চিত।
উল্লেখ্য, গত বছরের ২৮ মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মনির হোসাইন সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮নং জিয়ারকান্দি ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন।facebook page
Sunday, March 5, 2017
রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী অানোয়ার হোসেনের দাপন সম্পন্ন
রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর
হাজার হাজার মানুষের উপস্থিতিতে নবীনগর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো ব্রাহ্মণবাড়ীয় নবীনগরের চারবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেন এর প্রথম জানাযার নামাজ।
এ সময় রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধাকে স্থানীয় প্রশাসনের পক্ষ হতে জানাযার নামাজের পুর্বে জেলা নিবার্হী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশের একটি সু-সজ্জিত দল গার্ড অব অনার প্রদর্শন করেন।
facebook page
বেলা ১০.৩০ মিনিটের দিকেই নবীনগর হাই স্কুল মাঠে এসে পৌছায় নবীনগরের চারবারের সাবেক সংসদ সদস্য, নবীনগরের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেন এর মরদেহ। তখন থেকেই হাই স্কুল মাঠে সর্বস্তরের মানুষ আস্তে আস্তে জড় হতে থাকে তাদের প্রিয় নেতাকে শেষবারের মতো একবার দেখা ও শ্রদ্ধা জানানোর জন্য। জানাযার নামাজের নির্ধারিত সময়ে আগেই হাজারো মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ন হয়ে যায় নবীনগর হাই স্কুল মাঠ। লাখো জনতার ভালবাসায় সিক্ত হয়ে, রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত হওয়ার পর নবীনগরের চারবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মো. আনোয়ার হোসেনের দ্বিতীয় জানাযা বাদ জোহর নবীনগর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মরহুমের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন। সবশেষে মরহুমের একমাত্র পুত্র মোঃ নাজমুল হোসেন তাপস বাবার জন্য দোয়া চেয়ে, বাবার অবশিষ্ট কাজগুলো করার জন্যে বাবার মত সবার স্নেহ চেয়ে বি এন পি কে সুসংগঠিত রাখার জন্যে আহব্বান জানান। নবীনগর এস আর মসজিদের খতিব মাওলানা বেলায়েতুল্লাহ জানাযার নামাজ পড়ান।
পরে বাদ আছর মরহুমের নিজ গ্রাম যোশাতুয়া তার নিজ প্রতিষ্ঠিত মাদ্রাসা মাঠে সর্বশেষ জানাযা শেষে তাকে সমাহিত করা হয়।
হাজার হাজার মানুষের উপস্থিতিতে নবীনগর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো ব্রাহ্মণবাড়ীয় নবীনগরের চারবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেন এর প্রথম জানাযার নামাজ।
এ সময় রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধাকে স্থানীয় প্রশাসনের পক্ষ হতে জানাযার নামাজের পুর্বে জেলা নিবার্হী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশের একটি সু-সজ্জিত দল গার্ড অব অনার প্রদর্শন করেন।
facebook page
বেলা ১০.৩০ মিনিটের দিকেই নবীনগর হাই স্কুল মাঠে এসে পৌছায় নবীনগরের চারবারের সাবেক সংসদ সদস্য, নবীনগরের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেন এর মরদেহ। তখন থেকেই হাই স্কুল মাঠে সর্বস্তরের মানুষ আস্তে আস্তে জড় হতে থাকে তাদের প্রিয় নেতাকে শেষবারের মতো একবার দেখা ও শ্রদ্ধা জানানোর জন্য। জানাযার নামাজের নির্ধারিত সময়ে আগেই হাজারো মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ন হয়ে যায় নবীনগর হাই স্কুল মাঠ। লাখো জনতার ভালবাসায় সিক্ত হয়ে, রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত হওয়ার পর নবীনগরের চারবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মো. আনোয়ার হোসেনের দ্বিতীয় জানাযা বাদ জোহর নবীনগর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মরহুমের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন। সবশেষে মরহুমের একমাত্র পুত্র মোঃ নাজমুল হোসেন তাপস বাবার জন্য দোয়া চেয়ে, বাবার অবশিষ্ট কাজগুলো করার জন্যে বাবার মত সবার স্নেহ চেয়ে বি এন পি কে সুসংগঠিত রাখার জন্যে আহব্বান জানান। নবীনগর এস আর মসজিদের খতিব মাওলানা বেলায়েতুল্লাহ জানাযার নামাজ পড়ান।
পরে বাদ আছর মরহুমের নিজ গ্রাম যোশাতুয়া তার নিজ প্রতিষ্ঠিত মাদ্রাসা মাঠে সর্বশেষ জানাযা শেষে তাকে সমাহিত করা হয়।
বদ্ধ ঘরে গলাবাজি করে গণতন্ত্র ফিরে পাবো না : গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সেই ছোট বেলা থেকেই রাজপথে ছিলাম। অথচ এখন বদ্ধ ঘরে কথা বলতে হয়, লজ্জা লাগে। ক্যামেরার সামনে কথা বললে গণতন্ত্র মুক্তি পাবে না। সুতরাং নুর হোসেনের মতো রাস্তায় নামতে হবে, এর বিকল্প নাই।
রোববার দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটিতে "মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বীর উত্তম শহীদ জিয়া শিক্ষা ও গবেষণা পরিষদ এই সভা আয়োজন করে।
গয়েশ্বর বলেন, সকলের সম্মলিত ধাক্কায় স্বৈরতন্ত্র কোনদিন টিকে থাততে পারে না। তাই আমাদের পথেই নামতে হবে। পথে নেমে পথের শক্তিকে প্রতিহত করতে হবে। রাজপথে থেকেই অগণতান্ত্রিক শক্তির মূলোৎপাটন করতে হবে।
তিনি বলেন, কয়েকদিন আগে আওয়ামী লীগ নেতারা খালেদা জিয়াকে জেল দিয়েছেন। এখন আবার বিএনপির নিবন্ধন বাতিল হয়ে যাবে আওয়াজ তুলছেন। যে লাইসেন্সে কাজ করা যাবে না সে লাইসেন্স রেখে কি লাভ? পেলে দিলে কি হবে, কিছুই হবে না।
তিনি আওয়ামী লীগের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, জামায়াতের তো নিবন্ধন নাই তারপরও তাদেরকে কেন ভয় পান?
বিএনপির এই নীতি নির্ধারক বলেন, আমরা যদি ব্যক্তিস্বার্থে সরকারের সঙ্গে আপোষ করি তাহলে আগামী প্রজন্মের কাছে দায়ী থাকবো। যারা স্বাধীনতার জন্য লড়েছেন তারা এর সুফল পাচ্ছেন না। তাই প্রয়োজনে কেয়ামত পর্যন্ত অপেক্ষা করবো, তবুও শেখ হাসানির অধীনে নির্বাচনে যাবো না।
তিনি বলেন, যাদের ফাঁসি হওয়ার কথা তারা রাষ্ট্র চালায়। সুতরাং কিসের জেল, গোটা দেশই তো জেলখানা। কোন আপোষ নয়, চাই সংগ্রাম। সংগ্রামের কোনো বিকল্প নাই। আওয়ামী লীগের রাজনীতি জনগণের কাছে বাতিল হয়ে গেছে। তাই বিএনপির নিবন্ধন বাতিলের সুর তুলে নানা কথা বলছেন।
গয়েশ্বর আরও বলেন, জনগণের রায় মেনে না নেয়ায় পাকিস্তানিদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ হয়েছে। গণতন্ত্রের জন্যই এতো সংগ্রাম। অথচ দেশ স্বাধীনের এতোদিন পরও পরাধীন হয়ে বসবাস করতে হচ্ছে। লাখো শহীদের রক্ত ঝরা বাংলাদেশে আজও লড়াই করতে হচ্ছে।
সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, খালেদা ইয়াসমিন, শাহবাগ থানা কৃষকদলের সভাপতি এম জাহাঙ্গির আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।facebook page
রোববার দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটিতে "মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বীর উত্তম শহীদ জিয়া শিক্ষা ও গবেষণা পরিষদ এই সভা আয়োজন করে।
গয়েশ্বর বলেন, সকলের সম্মলিত ধাক্কায় স্বৈরতন্ত্র কোনদিন টিকে থাততে পারে না। তাই আমাদের পথেই নামতে হবে। পথে নেমে পথের শক্তিকে প্রতিহত করতে হবে। রাজপথে থেকেই অগণতান্ত্রিক শক্তির মূলোৎপাটন করতে হবে।
তিনি বলেন, কয়েকদিন আগে আওয়ামী লীগ নেতারা খালেদা জিয়াকে জেল দিয়েছেন। এখন আবার বিএনপির নিবন্ধন বাতিল হয়ে যাবে আওয়াজ তুলছেন। যে লাইসেন্সে কাজ করা যাবে না সে লাইসেন্স রেখে কি লাভ? পেলে দিলে কি হবে, কিছুই হবে না।
তিনি আওয়ামী লীগের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, জামায়াতের তো নিবন্ধন নাই তারপরও তাদেরকে কেন ভয় পান?
বিএনপির এই নীতি নির্ধারক বলেন, আমরা যদি ব্যক্তিস্বার্থে সরকারের সঙ্গে আপোষ করি তাহলে আগামী প্রজন্মের কাছে দায়ী থাকবো। যারা স্বাধীনতার জন্য লড়েছেন তারা এর সুফল পাচ্ছেন না। তাই প্রয়োজনে কেয়ামত পর্যন্ত অপেক্ষা করবো, তবুও শেখ হাসানির অধীনে নির্বাচনে যাবো না।
তিনি বলেন, যাদের ফাঁসি হওয়ার কথা তারা রাষ্ট্র চালায়। সুতরাং কিসের জেল, গোটা দেশই তো জেলখানা। কোন আপোষ নয়, চাই সংগ্রাম। সংগ্রামের কোনো বিকল্প নাই। আওয়ামী লীগের রাজনীতি জনগণের কাছে বাতিল হয়ে গেছে। তাই বিএনপির নিবন্ধন বাতিলের সুর তুলে নানা কথা বলছেন।
গয়েশ্বর আরও বলেন, জনগণের রায় মেনে না নেয়ায় পাকিস্তানিদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ হয়েছে। গণতন্ত্রের জন্যই এতো সংগ্রাম। অথচ দেশ স্বাধীনের এতোদিন পরও পরাধীন হয়ে বসবাস করতে হচ্ছে। লাখো শহীদের রক্ত ঝরা বাংলাদেশে আজও লড়াই করতে হচ্ছে।
সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, খালেদা ইয়াসমিন, শাহবাগ থানা কৃষকদলের সভাপতি এম জাহাঙ্গির আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।facebook page
Saturday, March 4, 2017
ছাত্রীকে বোরকা খুলতে বাধ্য করার দৃশ্য নিয়ে তোলপাড়
ঝালকাঠির নলছিটি উপজেলার চিহ্নিত অপরাধী রেজাউল চৌধুরী এক ছাত্রীকে শাসাচ্ছেন এমন একটি ভয়ার্ত স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রীতিমত ভাইরাল হয়ে উঠেছে। শনিবার (৪ মার্চ) সকাল ১০টার পর খান মঈন উদ্দিন নামে এক ফেসবুক ব্যবহারকারী স্থিরচিত্রটি পোস্ট করার পরে লাইক কমেন্ট এর ছড়াছড়ি যাচ্ছে।
তাছাড়া এই অল্প সময়ের ভেতরে শেয়ারের সংখ্যাও অনেক। বিশেষ করে পোস্টকারী ছবি সাথে ঘটনাটি কয়েক লাইনে তুলে ধরে বলেছেন- ‘এক ছাত্রীকে বোরকা খোলার জন্য শ্লীলতাহানি, মেয়েটিকে কান ধরাচ্ছে ও পা ধরাচ্ছে।’ ওই কমেন্টের প্রেক্ষিতে অনেকে এই সন্ত্রাসী যুবককে গ্রেফতারে জোর দাবি রেখেছেন প্রশাসনের কাছে।
ছাত্রীকে ভয় দেখানোর ঘটনায় অন্তত চার যুবক ছিল বলে দাবি করে পোস্টে তাদের নাম তুলে ধরা হয়। যদিও ওই ঘটনার মূল নায়ক হিসেবে নলছিটি পৌর এলাকার জলিল চৌধুরীর ছেলে রেজাউল চৌধুরীকেই অভিযুক্ত করা হয়েছে।
বাকিরা হচ্ছে- উপজেলার নান্দিকাঠি গ্রামের রুস্তুম আলীর ছেলে বোমারু রমিজ, সোহরাব ডাক্তারের ছেলে সাবু এবং হান্নান পুলিশের ছেলে মিঠু।facebook page
তাছাড়া এই অল্প সময়ের ভেতরে শেয়ারের সংখ্যাও অনেক। বিশেষ করে পোস্টকারী ছবি সাথে ঘটনাটি কয়েক লাইনে তুলে ধরে বলেছেন- ‘এক ছাত্রীকে বোরকা খোলার জন্য শ্লীলতাহানি, মেয়েটিকে কান ধরাচ্ছে ও পা ধরাচ্ছে।’ ওই কমেন্টের প্রেক্ষিতে অনেকে এই সন্ত্রাসী যুবককে গ্রেফতারে জোর দাবি রেখেছেন প্রশাসনের কাছে।
ছাত্রীকে ভয় দেখানোর ঘটনায় অন্তত চার যুবক ছিল বলে দাবি করে পোস্টে তাদের নাম তুলে ধরা হয়। যদিও ওই ঘটনার মূল নায়ক হিসেবে নলছিটি পৌর এলাকার জলিল চৌধুরীর ছেলে রেজাউল চৌধুরীকেই অভিযুক্ত করা হয়েছে।
বাকিরা হচ্ছে- উপজেলার নান্দিকাঠি গ্রামের রুস্তুম আলীর ছেলে বোমারু রমিজ, সোহরাব ডাক্তারের ছেলে সাবু এবং হান্নান পুলিশের ছেলে মিঠু।facebook page
জাহান্নাম কেমন হবে? দয়া করে পড়ুন এবং শেয়ার করুন।
০১| জাহান্নামের গভীরতা এমন যে, এর মুখ
থেকে একটি পাথর ফেলে দিলে জাহান্নামেরতলদেশে পৌছাতে ৭০ বছর সময় লাগে। বিচারের
দিন জাহান্নাম কে ৭০ হাজার শিকল দ্বারা টেনে আনা হবে যার প্রত্যেক শিকল ৭০ হাজার ফেরেশতা বহন করবেন।
০২| জাহান্নামে চাঁদ এবং সূর্যকে নিক্ষেপ করা হবে৷
আর জাহান্নামে তা অবলীলায় হারিয়ে যাবে।
০৩| জাহান্নামবাসীর শরীরের চামড়া ১২৬ ফুট পুরো
করে দেওয়া হবে যাতে করে আযাব অত্যন্ত
ভয়াবহ হয়, তাদের শরীরে আরও থাকবে তিল যার
একএকটি হবে উহুদ পাহাড়ের সমান। আর জাহান্নামবাসীর বসার জায়গা হবে মক্কা থেকে
মদীনা পর্যন্ত দূরত্বের সমান।
০৪| প্রতিদিন জাহান্নামের আযাব পূর্বের দিন থেকে
আরও তীব্র আর ভয়াবহ করা হবে।
০৫| জাহান্নামের খাদ্য হবে কাঁটা যুক্ত গাছ আর
পানীয় হবে ফুটন্ত পানি, পুঁজ, পুঁজও রক্তের মিশ্রণ
এবং উত্তপ্ত তেল, এরপরও জাহান্নামবাসীর পিপাসা
এতবেশি হবে যে, তারা এই পানীয় পান করতে
থাকবে।
০৬| জাহান্নামের এই ভয়াবহ কল্পনাতীত আযাব
অনন্ত কালধরে চলতে থাকবে, জাহান্নামবাসীরা
এক পর্যায়ে জাহান্নামের দেয়াল টপকিয়ে পালাতে
চেষ্টা করলে তাদেরকে লোহার হাতুড়ি দ্বারা আঘাত করে ফেলে দেওয়া হবে।
“হে আল্লাহ, আমাদেরকে তুমি জাহান্নাম থেকে
রক্ষা কর----আমিন সুম্মা অামিন”
শেয়ার না করে জাবেন না প্লিজ শেয়ার করুন অন্যকে জানার সুযোগ দিন ধন্যবাদ সবাইকে facebook page
মুসা(আঃ) এর সময়কার একটি ঘটনা হযরত মুসা (আ:) একবার আল্লাহ তা'আলার কাছে আরজ করলেন,
হযরত মুসা (আ:) একবার আল্লাহ তা'আলার
কাছে আরজ করলেন,
হে-দয়াময় প্রভু! আমার উম্মতের মধ্যে কে
সবচেয়ে'খারাপ ব্যক্তি আমাকে দেখিয়ে
দাও।
অদৃশ্য থেকে আওয়াজ এলো,ঠিকাছে
আগামীকাল সকালে তুমি পথের ধারে বসে
থেকো। যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম
করবে, সে ব্যক্তি-ই হলো তোমার উম্মতের
সবচেয়ে' খারাপ।
হযরত মুসা (আ:) ঠিক সময়মত নির্দিষ্টস্থানে
বসলেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যাক্তি
একটি ছোট ছেলে কুলে করে তাঁকে অতিক্রম
করলো।
হযরত মুসা (আ:)তাকেদেখে মনে মনে বললেন,
ওহ্ এইব্যাক্তি-ইআমার উম্মতের মধ্যে
সবচেয়ে 'খারাপ।.
কিছুক্ষণ পর হযরত মুসা (আ:)-র ইচ্ছা হলো
তাঁর উম্মতের সবচেয়ে' ভালো ব্যাক্তিকে
দেখতে।
আল্লাহ'র নিকট এবার আরজ করলেন, হে-
দয়াময় প্রভু ! এবার আমার উম্মতের মধ্যে কে
সবচেয়ে' ভালোব্যাক্তি আমাকে দেখাও।.
আওয়াজ এলো, হে- মুসা! পথের ধারে বসো,
সন্ধ্যা বেলায় যে ব্যাক্তি সর্বপ্রথম আসবে,
সে-ই হলো তোমার উম্মতের মধ্যে
সবচে'ভালো। সন্ধ্যা বেলায় হযরত মুসা
(আ:)নির্দিষ্টস্থানে বসলেন।
কিছুক্ষণ পর দেখলেন সকালের সে ব্যাক্তি-ই
ছোট ছেলেকে কোলে করে ফিরতিপথে
আসছে।
তাকে দেখে হযরত মুসা (আ:)অত্যন্ত অবাক
হলেন এবং গভীর চিন্তায় পড়ে গেলেন।.
হযরত মুসা (আ:) আল্লাহ'র নিকট আরজ করলেন,
হে-দয়াময় প্রভু! আমি একী দেখতেছি!
সকালে যে সবচেয়ে 'খারাপ ছিলো, সন্ধ্যায়
সে কিভাবে সবচেয়ে 'ভালো হয়ে গেলো?
অদৃশ্য থেকে মহান স্রষ্টা আল্লাহ উত্তর
দিলেন, হে- মুসা!সকালে যখন এই ব্যাক্তি
ছেলেকে সাথে নিয়ে তোমাকে
অতিক্রমকরে জঙ্গলে প্রবেশ করলো, তখন
ছেলে তাকে প্রশ্ন করে ছিলো, বাবা! এই
জঙ্গল কতবড়?
সে ব্যক্তি উত্তরে বলেছিলো,অনেক বড়।
.ছেলে আবার প্রশ্ন করলো, বাবা! জঙ্গল
থেকে কি বড় কোনো কিছু আছে?
তখন বাবা বলেছিলো, হ্যাঁ বাবা!
ঐপাহাড়গুলো জঙ্গল থেকে বড়।
ছেলে পুনরায় প্রশ্ন করলো,পাহাড় থেকে কি
বড়কিছু আছে?
বাবা বললো, আছে, এই আকাশ।
ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকে কি
বড় কিছু আছে?
সেই ব্যক্তি বললো,হ্যাঁ, আমার পাপ এই
আকাশ থেকেও বড়।
ছেলে বাবার এ উত্তর শোনে বললো,বাবা!
তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই?
তখন সেই ব্যক্তি চিৎকার দিয়ে কান্না করে
লজ্জিত হয়ে গম্ভীর সুরে বললো, আছে বাবা!
আমার পাপ থেকেও আল্লাহ'র রহমত অনেক
বড়।
.হে-মুসা! এই ব্যক্তির পাপের অনুভূতি ও
অনুশোচনা আমার এতো পছন্দ হয়েছে
যে,আমি তাঁকে তোমার উম্মতের সবচেয়ে
'খারাপ ব্যক্তিকে সবচেয়ে' ভালোব্যক্তি
বানিয়ে দিয়েছি।আল্লাহু আকবর।।
হে আল্লাহ তুমি আমাদের সকলকে পিছনের
গুনাহের কথা সব সময় স্বরণ করে সামনের
দিনগুলোকে সত্যপথে চলার তাওফিক দান
করো।-----"আমিন"।facebook page
“আমি বিচার চাই স্যার। আমি আর কিছুই চাইনা। স্যার, ওরা আমার মেয়ের আর আমার মান সম্মান সব শেষ কইরা দিছে।
স্যার, আমার মেয়ের মানসম্মানের দিকে তাকাইয়া আমি আপোষ মিমাংসায় রাজী হইছিলাম। বেশ কয়েকদিন শালিস বসছে। শালিসটা এই উঠানেই হইছে স্যার। গেরামের কয়েকশ মানুষ আছিল। সবাই জানে ঘটনাটি। ও যা করছে সবার সামনেই ও স্বীকার করছে।
গেরামের হজ্ঞলেই কইল যা হবার হইয়া গেছে। আমরা একটা ব্যবস্থা কইরা তোমার মেয়ের সাথে ঐ ছেলের বিয়ে দিয়া দেই। হজ্ঞলের কথায় আমার মাইয়াডার মানসম্মানের দিকে তাকাইয়া আমি আমার মাইয়ারে ঐ ছেলের সাথে বিয়া দিতে রাজী হইছিলাম। আজ কাইল করতে করতে প্রায় দুই হপ্তাহ হইয়া গেছে। ওরা এখন কয় কিছুই নাকি করে নাই। আমারে কয় যা পারস কর গিয়া। বেশী বাড়াবাড়ি করলে নাকি আমারে গেরাম ছাড়া কইরা দিব।
আমি বাধ্য হইয়া আইনের কাছে গেছি স্যার। আমরা গরীব মানুষ। দুনিয়ার কোথাও আমরা বিচার পাই না। গেরামেও আমার বিচারডা কেউ কইরা দিতে পারলনা। আমি জীবনেও কোনদিন কোর্ট কাচারী করি নাই। বাধ্য হইয়া গেছি স্যার। আপনেরা যদি বিচার না করেন তাইলে আমার আর কোথাও যাওয়ার জায়গা নাই স্যার।
স্যার, আমার মেয়ে কইছে ঐ পোলার লগে যেন তার বিয়ের কথা আর কেউ না কয়। ও আইয়ে (ইন্টার) বিএ পাশ কইরা তারপর বিয়া করব। ও কয়, ওর যদি বিয়া নাও হয় তাইলেও আর ওরে বিয়া করব না। ঘটনার পর থেইকা আমার মেয়েডা স্বাভাবিক নাই।
দেখছেন তো। কেউ কিছু জিজ্ঞসা করলেই চোখ দিয়ে গড় গড় কইরা পানি পড়তে থাকে। ওর চোখের পানি দেইখা বাবা হইয়া কিভাবে নিজেরে সামলাই কন”।
কথাগুলো হাউ মাউ করে কাদতে কাদতে বলছিলেন ধর্ষনের শিকার এক গ্রাম্য মেয়ের সহজ, সরল, হতভাগ্য পিতা। কথাগুলো তিনি বেশ কয়েকদফায় বলছিলেন এবং প্রতিবারই বলার সময় চোখ দিয়ে গড় গড় করে অশ্রু ঝরছিল।
আজ শুক্রবার মামলা সংক্রান্তে সহকর্মী পংকজের সাথে যখন ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম সেখানে গিয়ে ঘটনার শিকার ভিকটিম এবং এই পিতার আবেগী বর্ণনা আমাকে আবেগাপ্লোত কর দিয়েছিল। ঘটনার প্রমাণ পাওয়া যায় আশেপাশের লোকদের কাছে জিজ্ঞাসাবাদে।
ঘটনাস্থলে যাওয়ার আগে এজাহার পড়ে ঘটনা সম্পর্কে একটু নেগেটিভ ধারণা হলেও সেখানে কিছুক্ষণ থাকার পর পালটে যায় পুরো ধারণা। একটি মেয়ে যে আমাদের সমাজে এখনো কতটা অবহেলিত তার বাস্তব সাক্ষী হয়ে রইলাম।
নইলে একটা নরপশু, বিকৃত রুচী সম্পন্ন ধর্ষকের বিচার না চেয়ে তার সাথে ভিকটিমের বিয়ের কথা কিভাবে আসে?
তারা যে লাইসেন্স দিয়ে ধর্ষন কে বৈধতা দিতে যাচ্ছে সেটা কি কেউ কখনো চিন্তা করেছে?
যে মেয়েটি প্রচন্ড রকমের মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে প্রতিটি মুহুর্ত কাটছে তাকে বিচার শালিসের নামে প্রতিবার পরোক্ষভাবে ধর্ষনের মুখোমুখি করা হচ্ছে সেটা কি কেউ একবারও ভেবেছে ?
অবাক হয়েছি গ্রাম্য মাতাব্বরদের কান্ডজ্ঞানহীন ভূমিকা দেখে। একটি জঘন্য ঘটনার আলামত নষ্টের জন্য যতদিন এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা না হবে ততদিন এরকম ঘটনা ঘটতেই থাকবে আর এরা এলাকায় বিচার শালিসের নামে সাধারণ মানুষদের জিম্মি করে নিজের পকেট ভারী করবে।
আর একটি বিষয় না বললেই নয়, এরকম অসহায়, সহায়সম্বলহীন মানুষের বিচারের শেষ আশ্রয়স্থল যখন আমার মতই কেউ এবং আমার মত কেউ যখন অন্য কোনভাবে এরকম অসহায়, সহায় সম্বলহীন মানুষের ন্যায় বিচারের পরিবর্তে তাদের উপর অবিচার করে তখন এই মানুষ গুলোর সৃষ্টিকর্তার কাছে হাত তোলে অভিশাপ দেওয়ার কোন দরকার আছে???
নাকি তাদের নীরব অশ্রু টুকুই অব্যক্ত অভিশাপ হয়ে তাদের উপর লানত নিয়ে আসবে???
আর এই লানতই একজন মানুষের সমস্ত সুখ শান্তি কেড়ে নিয়ে অনেক প্রাচুর্যের মধ্যেও দুনিয়াটাকে একটা দোজখখানা করে দিতে পারে।
মামলাটি যেহেতু সহকর্মী পংকজ তদন্ত করছে তাই এইটুকু বলতে পারি শুধু এই ঘটনাটিই না আমরা যে কোন ঘটনার ক্ষেত্রে সর্বোচ্চ নিরপেক্ষতার সাথে মামলা তদন্ত করে অসহায় মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। কারণ পিবিআই মানেই শুদ্ধ ইনভেস্টিগেশনে অংগীকারবদ্ধ।
ঘটনাটি ধর্ষনের মত সেন্সিটিভ ঘটনা হওয়ায় ডিটেইলস প্রকাশ করতে পারছিনা। ঘটনাটি কোতয়ালী থানাধীন।
সালেহ ইমরান
এস আই
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রংপুর।
০৩/০৩/২০১৭
শুক্রবার।
facebook page
Friday, March 3, 2017
ছোট্ট এই দোয়াটি ৭০ বার পড়লেই রিযিকের সব দরজা খুলে যাবে ইনশাআল্লাহ
পবিত্র কুরআন শরীফ মানব জাতির জীবন পরিচালনার গাইড। মহান আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে পৃথিবীতে তাঁর ইবাদাত-বন্দেগি করার জন্যই সৃষ্টি করেছেন। এ জীবন পরিচালনার জন্য তিনি গাইডস্বরূপ কুরআনুল কারিম নাজিল করেছেন।
কুরআনের মানুষের সব সমাধান রয়েছে। কুরআনের বিধান পালনের সঙ্গে সঙ্গে কুরআনি আমল করাও মানুষের জন্য অত্যন্ত জরুরি। ইবাদাত কবুলের পূর্বশর্তই হলো হালাল জীবিকা উপার্জন করা। তাই হালাল রিযিক লাভের কুরআনি আমল তুলে ধরা হলো-
উচ্চারণ: আল্লাহু লাতিফুম্ বি-ই’বাদিহি ইয়ারযুকু মাইঁয়্যাশায়ু, ওয়া হুয়াল কাওইয়্যুল আজিজ।
অর্থ: আল্লাহ তাঁর বান্দাদের প্রতি দয়ালু। তিনি যাকে ইচ্ছা রিযিক দান করেন। তিনি প্রবল, পরাক্রমশালী। (সুরা শুরা : আয়াত ১৯)
আমল
প্রতিদিন সকালে নিয়ম করে, একনিষ্ঠতার সঙ্গে ৭০ বার এ আয়াত পড়া। যে বা যারা নিয়মিত এ আমল করবে; আল্লাহ তাআলা ওই ব্যক্তির রিযিকের দরজা খুলে দেবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর বিধি-বিধান পালনের সঙ্গে সঙ্গে কুরআনের উল্লেখিত আয়াতে আমলটি নিয়মিত করার তাওফিক দান করুন। আমিন।facebook page
কুরআনের মানুষের সব সমাধান রয়েছে। কুরআনের বিধান পালনের সঙ্গে সঙ্গে কুরআনি আমল করাও মানুষের জন্য অত্যন্ত জরুরি। ইবাদাত কবুলের পূর্বশর্তই হলো হালাল জীবিকা উপার্জন করা। তাই হালাল রিযিক লাভের কুরআনি আমল তুলে ধরা হলো-
উচ্চারণ: আল্লাহু লাতিফুম্ বি-ই’বাদিহি ইয়ারযুকু মাইঁয়্যাশায়ু, ওয়া হুয়াল কাওইয়্যুল আজিজ।
অর্থ: আল্লাহ তাঁর বান্দাদের প্রতি দয়ালু। তিনি যাকে ইচ্ছা রিযিক দান করেন। তিনি প্রবল, পরাক্রমশালী। (সুরা শুরা : আয়াত ১৯)
আমল
প্রতিদিন সকালে নিয়ম করে, একনিষ্ঠতার সঙ্গে ৭০ বার এ আয়াত পড়া। যে বা যারা নিয়মিত এ আমল করবে; আল্লাহ তাআলা ওই ব্যক্তির রিযিকের দরজা খুলে দেবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর বিধি-বিধান পালনের সঙ্গে সঙ্গে কুরআনের উল্লেখিত আয়াতে আমলটি নিয়মিত করার তাওফিক দান করুন। আমিন।facebook page
Thursday, March 2, 2017
আজকে ২০ দলীয় ঐক্য জোটের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থী মনিরুল হক সাক্কু প্রথমে টমছমব্রীজ বাবার কবর জিয়ারত করে,
আজকে ২০ দলীয় ঐক্য জোটের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থী মনিরুল হক সাক্কু প্রথমে টমছমব্রীজ বাবার কবর জিয়ারত করে,
দলের কেন্দ্রীয় নেতাদের ও দলীয় নেতাকর্মী সাথে নিয়ে উৎসবমূখর পরিবেশে
কুমিল্লা নির্বাচন কমিশন অফিসে গিয়ে মনোনয়ন পএ জমা দেন।
এসময় কুমিল্লা ২০দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।facebook page
দলের কেন্দ্রীয় নেতাদের ও দলীয় নেতাকর্মী সাথে নিয়ে উৎসবমূখর পরিবেশে
কুমিল্লা নির্বাচন কমিশন অফিসে গিয়ে মনোনয়ন পএ জমা দেন।
এসময় কুমিল্লা ২০দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।facebook page
কুমিল্লা নামে বিভাগের দাবিতে তিতাসে মানববন্ধন।
কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে তিতাসের অরাজনৈতিক সংগঠন স্কুল ফ্রেন্ডস এসোসিয়েশন (এসফা)। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সংলগ্ন গৌরীপুর-হোমনা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আব্দুর রহমান শাকিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির প্রতিষ্ঠাতা নাজিরুল ইসলাম মামুন, সাধারন সম্পাদক মাসুদ রহমান, আবু মুসা, ইয়াসিন খান সুমন, রাসেল ভ্ইূয়া, ইকরাম, সবুজ হাসান, মো. শাকিল, মো. কালাম, হাবিবা, স্মৃতি, সালমা ও মাকসুদা প্রমুখ।
এসময় বক্তারা ‘ময়নামতি’ নাম প্রত্যাহার করে জেলা শহর কুমিল্লার নামে বিভাগ করার জোরালো দাবি জানান। তারা বলেন, জেলার নামে না হয়ে সাধারন একটি ইউনিয়নের নামে বিভাগ মেনে নেওয়া যায় না। একই সঙ্গে ঐতিহ্যবাহী কুমিল্লার ঐতিহ্যকে ধরে রাখতে কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন বক্তারা।http://facebook.com
Subscribe to:
Posts (Atom)