বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, মুক্তিযোদ্ধে যাদের কোনো রকম অবদান নেই তারাই আজ মন্ত্রী হয়ে বড় গলায় কথা বলছে। ওদের গলায় আজ অনেক আওয়াজ। যাদের এদেশের জম্মের সাথে কোনো সম্পর্ক নাই তারাই আজ দেশ পরিচালনা করছে। এদের ব্যবহার চোরের মার বড় গলার মতো।
স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার বিকেলে রাজধানীর ভাসানী ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতি সংস্থার (জাসাস) আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সত্যকে চাপা রাখা যায় না মন্তব্য করে এ সময় তিনি বলেন, আমরা জানি কারা কলকাতার আট নম্বর থিয়েটারে ছিলেন। আমরা যুদ্ধ করেছি। ১৯৭১ সালে কার কী অবদান তা ভালো জানি। আজ আর বলতে চাই না।
বেগম খালেদা জিয়াকে মাতৃত্ব, গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক হিসেবে আখ্যায়িত করে মির্জা ফখরুল বলেন, সরকার প্রাণপণে চেষ্টা করছে বিএনপি যেন নির্বাচনে না আসে। যদি সরকার তা না চাইতো তাহলে নির্বাচনের বছরই বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে কেন? আমরা বলছি নির্বাচনের জন্য পরিবেশ দরকার, সরকার তা না করে উল্টো নির্বাচনের পরিবেশ নষ্ট করেছে বেগম খালদা জিয়াকে কারারুদ্ধ করে।
জিয়া বাংলাদেশকে ধব্বংসের কাছ থেকে ফিরিয়েছেন দাবি করে তিনি বলেন, সরকার বিএনপিকে ভয় করছে, কোথাও সমাবেশ করতে অনুমতি দেয় না। সরকারের সাথে যারা আছেন, যাদের সাথে জনগণেরর সম্পর্ক নাই তারাই আজ সভা-সমাবেশ করার অনুমতি পায় কিন্তু বিএনপি পায় না। কারণ বিএনপির সাথে জনগণ আছে।
জাতীয় পার্টির রওশন এরশাদ বক্তব্যের প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, তারা তাদের পরিচয় জানতে চায় যে তারা সরকারি দল নাকি বিরোধী দল! সংসদে সার্কস চলছে, তারা জানতে চায় আমাদের বলেন, তারা গরু নাকি খচ্চর!
Facebook page
No comments:
Post a Comment