Editors Picks

Tuesday, March 27, 2018

সিলেটে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার হওয়া ৪জনের সবাই ছাত্রলীগ নেতাকর্মী, বলছে RAB


সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) দুই শিক্ষার্থীসহ আটক চার জনের সবাই ছাত্রলীগ নেতাকর্মী বলে জানিয়েছে (RAB)-৯।
রবিবার রাতে নগরীর সুবিদবাজার এক্সেল টাওয়ারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি শর্টগান, ৭ রাউন্ড কার্তুজ, ২০০ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে র্যাব।
গ্রেফতারকৃতদের সোমবার (২৬ মার্চ) সিলেট মহানগর কোতোয়ালি থানা পুলিশ অস্ত্র ও মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
জানা যায়, গ্রেফতারকৃত আবদুর রশীদ রাসেল শাবি ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক। তিনি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারী। অন্যরা সিলেট মহানগর ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
গ্রেফতারকৃতরা হচ্ছে, সুনামগঞ্জ দোয়ারা বাজারের আফসর গ্রামের ফয়জুন্নুরের ছেলে আজমল হোসাইন (২৪)। সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র। সিলেটের গোলাপগঞ্জের মধ্য কানিশাইল গ্রামের আবছর আলীর ছেলে আব্দুর রশিদ রাসেল (২৪)। সে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ও শাহপরাণ হলের আবাসিক ছাত্র। ওসমানীনগরের থানাগাঁও দয়ামিরের সৈয়দ মইনুর রহমানের ছেলে সৈয়দ নাইমুর রহমান (২৫)। সে বর্তমানে সিলেট নগরের সুবিদবাজারের মুগলিটুলা রোড়ের নূরানী ১৭/১ নং বাসায় থাকে। হবিগঞ্জ জেলার মাধবপুর থানার আলিপুর দেওনদি গ্রামের শেখ মোহাম্মদ বাবলার ছেলে শেখ মোহাম্মদ সুলতান মির্জা (২৭)।
সিলেট র্যাব-৯ এর অতিরিক্ত সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মনিরুজ্জামান জানান, গত রবিবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের আবাসিক ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেনকে ছুরিকাঘাত করে শাবি শাখা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রশীদ রাসেল। এছাড়া সৈয়দ নাইমুর রহমান ও শেখ মোহাম্মদ সুলতান মির্জা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এক্সেল টাওয়ারের নীচ তলা থেকে প্রথমে শেখ মোহাম্মদ সুলতান মির্জাকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে র্যাব। এরপর তাকে সঙ্গে নিয়ে টাওয়ারের ৪র্থ ও ৫ম তলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড কার্তুজ এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে। গ্রেফতারকৃতদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, রোববার দুপুরে কক্ষ দখল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান নাঈমকে ছুরিকাঘাত করে আব্দুর রশিদ রাসেল। এ সময় তার সঙ্গে ছিলেন আজমল হোসাইন। গুরুতর জখম হওয়া জাহিদ বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

'মুক্তিযুদ্ধে যাদের অবদান নাই তারাই বড় কথা বলছে'


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, মুক্তিযোদ্ধে যাদের কোনো রকম অবদান নেই তারাই আজ মন্ত্রী হয়ে বড় গলায় কথা বলছে। ওদের গলায় আজ অনেক আওয়াজ। যাদের এদেশের জম্মের সাথে কোনো সম্পর্ক নাই তারাই আজ দেশ পরিচালনা করছে। এদের ব্যবহার চোরের মার বড় গলার মতো।
স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার বিকেলে রাজধানীর ভাসানী ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতি সংস্থার (জাসাস) আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সত্যকে চাপা রাখা যায় না মন্তব্য করে এ সময় তিনি বলেন, আমরা জানি কারা কলকাতার আট নম্বর থিয়েটারে ছিলেন। আমরা যুদ্ধ করেছি। ১৯৭১ সালে কার কী অবদান তা ভালো জানি। আজ আর বলতে চাই না।
বেগম খালেদা জিয়াকে মাতৃত্ব, গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক হিসেবে আখ্যায়িত করে মির্জা ফখরুল বলেন, সরকার প্রাণপণে চেষ্টা করছে বিএনপি যেন নির্বাচনে না আসে। যদি সরকার তা না চাইতো তাহলে নির্বাচনের বছরই বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে কেন? আমরা বলছি নির্বাচনের জন্য পরিবেশ দরকার, সরকার তা না করে উল্টো নির্বাচনের পরিবেশ নষ্ট করেছে বেগম খালদা জিয়াকে কারারুদ্ধ করে।
জিয়া বাংলাদেশকে ধব্বংসের কাছ থেকে ফিরিয়েছেন দাবি করে তিনি বলেন, সরকার বিএনপিকে ভয় করছে, কোথাও সমাবেশ করতে অনুমতি দেয় না। সরকারের সাথে যারা আছেন, যাদের সাথে জনগণেরর সম্পর্ক নাই তারাই আজ সভা-সমাবেশ করার অনুমতি পায় কিন্তু বিএনপি পায় না। কারণ বিএনপির সাথে জনগণ আছে।
জাতীয় পার্টির রওশন এরশাদ বক্তব্যের প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, তারা তাদের পরিচয় জানতে চায় যে তারা সরকারি দল নাকি বিরোধী দল! সংসদে সার্কস চলছে, তারা জানতে চায় আমাদের বলেন, তারা গরু নাকি খচ্চর!
Facebook page

Sunday, March 25, 2018

কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত।

কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত

কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে উপজেলা আওয়ামী লীগ নেতা মনির হোসেন নিহত হয়েছেন। শনিবার রাত ১০ টার দিকে তিতাস উপজেলায় এ হত্যাকাণ্ড হয়।
পুলিশ জানায়, ভাটিপাড়া এলাকায় উপজেলা আওয়ামী লীগের সদস্য মনির হোসেনের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

এসময় তাকে গুলি করে পালিয়ে যায় তারা। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মৃত্যু হয় মনিরের। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা না গেলেও বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ
facebook page

Comments System

Disqus Shortname