Editors Picks

Thursday, September 28, 2017

টেকনা‌ফ উ‌খিয়া বালুখালিতে নির্যা‌তিত রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ করলেন ওমর ফারুক মুন্না।

 মানবতার এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলো ছাত্রদ‌ল নেতা ওমর ফারুক মুন্না।
কুমুল্লা তিতাসঃ
সা‌বেক প্রধানমন্ত্রী বিএন‌পি চেয়ারপার্সন দেশ‌নেত্রী বেগম খা‌লেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তা‌রেক রহমা‌নের পক্ষ থে‌কে বুধবার (২৭/৯/২০১৭ইং) টেকনা‌ফ উ‌খিয়ার বালুখালি নির্যা‌তিত নি‌পিড়ীত অসহায় ৫০০ রো‌হিঙ্গা‌ প‌রিবার‌কে ত্রাণ সামগ্রী ও নগদ টাকা বিতরণ ক‌রেন,

জগন্নাথ বিশ্ব‌বিদ্যালয় ছাত্রদ‌লের সা‌বেক সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংস‌দের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না।

এই সময় তার সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহঃ দপ্তর সম্পাদক ইশতিয়াক মাহমুদ মানিক, মোঃ ইলিয়াস সহঃ স্কুল বিষয়ক সম্পাদক, সাইদুর রহমান সোহেল সহঃ বেসরকারী বিষয়ক সম্পাদক , রাশেদুল হক রাশেদ সহঃ সভাপতি কক্সবাজার জেলা ছাত্রদল। সাইফুল ইসলাম সুমন সহঃ সভাপতি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, মোজাহিদুল ইসলাম পারভেজ সহঃ সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর ছাত্রদল, হাবিবুল্লা সহঃ সম্পাদক ঢাকা কলেজ ছাত্রদল,জিয়াউর রহমান খন্দকার সহঃ সাংগঠনিক সম্পাদক ঢাকা কলেজ ছাত্রদল, নুরুল ইসলাম লিপু বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল, এম এ হাশেম চট্রগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রদল, অন্তর দে বিশ্বাস কক্সবাজার উপজেলা ছাত্রদল, যুবরাজ ইসলাম রাসেল কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল, রুবেল খান রাজ স্বেচ্ছাসেবক দল তিতাস উপজেলা, ও কক্সবাজার জেলা-উপজেলা, মহানগর সহ বিভিন্ন ইউনিট এর ছাত্রদল নেতৃবৃন্দ।

উল্লেখ্য কিছু দিন আগেও অসহায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে ওমর ফারুক মুন্না সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে ছিল। সম্পূর্ণ নিজ উদ্যোগে এমন একটি মহৎ কাজ, মানবতা মূলক সেবা ও নিঃস্বার্থহীন মানুষের প্রতি মানুষের ভালবাসার এক উজ্জল দৃষ্টান্ত স্থাপনের জন্য সত্যিই যোগ্য প্রসংশার দাবিদার ছাত্রদল নেতা ওমর ফারুক মুন্না।

রিপোর্ট টি লেখার আগমূহুর্ত পর্যন্ত ছাত্রদল নেতা ওমর ফারুক মুন্নার মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি কুমিল্লা তিতাস কে জানায় মানুষ মানুষের জন্য, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্র নায়ক আমার নেতা জনাব তারেক রহমানের নির্দেশে মাঠে বেরিয়েছি। আমার একটুখানি প্রচেষ্টা যদি অসহায় রোহিঙ্গাদের মুখে হাঁসি ফুঠায় তাতে খারাপ কি। আমি আমার সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই সাথে আমি সকল কে অনুরোধ করবো দলমত নির্বিশেষে আর্ত-মানবতার সেবায় আমরা যেন অসহায় রোহিঙ্গাদের পাশে দাঁড়াই।facebook page


1 comment:

  1. Harrah's Hotel Atlantic City | JtmHub
    The resort features a 당진 출장샵 full-service spa, live nightly entertainment and an 성남 출장샵 outdoor pool. 창원 출장마사지 In addition, Harrah's 하남 출장샵 Atlantic 오산 출장샵 City also offers live entertainment. This

    ReplyDelete

Comments System

Disqus Shortname