Editors Picks
Sunday, April 23, 2017
তিতাসের মাছিমপুর বাজারে দুর্বৃত্তদের হামলায় শতাধিক দোকান বন্ধ : আহত ৪, আটক ২
কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর বাজারের ব্যাবসায়ীদের উপর দিনে শনিবার দুপুরে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাজারের শতাদিক দোকান বন্ধ রয়েছে । এসময় ৪ জন আহত এবং ২জনকে আট করে পুলিশের নিকট শর্পদ করেছে বাজারের ব্যাবসায়ীরা। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল আনুমানিক ১০.৩০ মিনিটে মাছিমপুর বাজারে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় উপজেলার বলরামপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের মো. শহিদ মিয়ার ছেলে সিএনজি চালিত অটোরিক্সা চালক মো. রুবেল মিয়া (২৮) গাজীপুর থেকে এক এইচ.এস.সি পরীক্ষার্থীকে মাছিমপুর আর আর ইনিস্টিটিউশন কেন্দ্রে নামিয়ে দিয়ে আসার পথে পাঙ্গাসিয়া নামক স্থানে পৌছলে ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে রাসেল(২০) ও মাছিমপুর গ্রামের যুগিন্দ্র চন্দ্র দাসের ছেলে জদু (২২) অটোরিক্সার গতিরোধ করে অতর্কিত হামলা করে বেদম মারপিট করে গুরুতর আহত করে। রুবেল আহত অবস্থায় গাজীপুর এসে তার স্বজনদেরসহ সহপার্টিদের জানালে তারা সিএনজি চালিত ৫টি অটোরিক্সা নিয়ে ২০/৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মাছিমপুর বাজারে গিয়ে বয়বিতি প্রদর্শন করে এবং রাসেল ও জদুকে খুজতে থাকে এক পর্যায় রাসেল ও জদুকে পেয়ে এলোপাতারী মারপিট শুরু করলে মহুর্তের মধ্যে পুরো বাজার জুরে আতঙ্ক ছরিয়ে পরলে দোকানি দোকানপাট বন্ধ করে দিবেদিক ছুটা ছুটি করতে থাকে এবং নিরাপদ আশ্রয় খুজতে থাকে এসময় বাজারের ব্যাবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে পাল্টা দাওয়া করলে মাছিমপুরের জদু পাঙ্গাসিয়ার রাসেল, গ্জাীপুরের রুবেল ও রবিউল আহত হয়। এবং গাজীপুরের তপন ফকিরের ছেলে আজিজ (৪৫) ও জজ মিয়ার ছেলে রুবেলকে আটক করে মাছিমপুর বাজারের সাগর মিয়ার দোকানে আটকে রাখে। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়াম্যান মো. নুর নবী ও তিতাস থানার এস আই অসিম, এস.আই সিদ্দিক ও এ.এস.আই নেছার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে গিয়ে উত্তেজিত ব্যাবসায়ীদেরকে সঠিক বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং আটক কৃতদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবিষয়ে বাজার কমিটির সাধারন সম্পাদক হাসান বশিরের নিকট জানতে চাইলে তিনি ঘটনা স্থলে উপস্থিত থাকা সত্ত্বেও রহস্য জনক কারনে সাংবাকিদদের নিকট মুখ খুলতে রাজি হয়নি। facebook page
Sunday, April 2, 2017
নোয়াখালীতে হাত-পা গলা কাটা এক ব্যাক্তির লাশ পাওয়া গেছে, চলছে উদ্বার কাজ
শনিবার নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার ৪নং চর ওয়াপদা ইউনিয়নের। ৬নং ওয়ার্ড..চর কাজী মোখলেছ গ্রামের..বড় বিল/ডোগিতে (চর) এক অপরিচিত অজ্ঞাত ব্যাক্তির লাশ পাওয়া গেছে।
তার গলা কাটা পা কাটা ও চোখ তুলে ফেলা হয়েছে ।
লাশ উদ্বার করতে সকাল ৯টায় চরজব্বর থানা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়েছে, ধারনা করা হচ্ছে গভীর রাতে নির্মম ভাবে হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়, বিস্তারিত আসছে......Facebook pag
তার গলা কাটা পা কাটা ও চোখ তুলে ফেলা হয়েছে ।
লাশ উদ্বার করতে সকাল ৯টায় চরজব্বর থানা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়েছে, ধারনা করা হচ্ছে গভীর রাতে নির্মম ভাবে হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়, বিস্তারিত আসছে......Facebook pag
Subscribe to:
Posts (Atom)